
যশোরে নাশকতা মামলায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল সিদ্দিকী পলাশকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে শহরের বারান্দীপাড়া কদমতলা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক নাজমুল সিদ্দিকী পলাশ ওই এলাকার মৃত শামসুর রহমানের ছেলে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ উদ্দীন জানান, পলাশের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে যশোর সদর উপজেলার ফতেপুর বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নাশকতার ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply