
যশোরে আবারও যুবলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করা হচ্ছে। যুবলীগ নেতা ও সাবেক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলার হাজী সুমন এ মিছিলের একটি ভিডিও তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবৈধ সরকারের পদত্যাগ ও তফসিল বাতিলের দাবিতে জেলা যুবলীগের উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।
পোস্ট করা ভিডিওতে দেখা যায়, যশোরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় একদল ব্যক্তি মুখে মাস্ক বা কাপড় বাঁধা অবস্থায় মিছিল করছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানের মধ্যে ছিল— ‘অবৈধ সরকার মানি না, মানব না’, ‘পাকিস্তানের দালালরা হুঁশিয়ার সাবধান’, ‘আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না’, ‘অবৈধ তফসিল মানি না, মানব না’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply