ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানা পুলিশ রাজধানীর কোতয়ালী থানাধীন পাটুয়াটুলি এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো— মো. ফাহিম আহমেদ (২১) ও আব্দুল কাদির (৩৮)।
সোমবার (১৭ মার্চ ২০২৫) রাত ১১:৩০টার দিকে কোতয়ালী থানার একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কিছু দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রসহ পাটুয়াটুলি এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরপর টহল টিমটি পাটুয়াটুলির বাটা শো-রুমের সামনে অভিযান পরিচালনা করে তাদের দুইজনকে হাতেনাতে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে আরও দুইজন ছিনতাইকারী দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে বংশাল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ফাহিম ও কাদির সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা কোতয়ালী থানা এলাকাসহ ঢাকার বিভিন্ন এলাকায় ছিনতাই কার্যক্রম পরিচালনা করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে, পাশাপাশি পলাতকদের গ্রেফতারে অভিযান ও মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।