1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

কুয়েটের প্রোভিসি শেখ শরীফুল আলম বলেন, পদত্যাগ করিনি

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রো-ভিসি শেখ শরীফুল আলম জানিয়েছেন, তিনি পদত্যাগ করেননি এবং এ বিষয়ে কোনো চিঠিও পাঠাননি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) একটি গণমাধ্যমকে তিনি বলেন, “গণমাধ্যমে দেখছি ভিসি ও প্রোভিসিকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অধ্যাপক হারুন অর রশিদকে ভারপ্রাপ্ত ভিসি করা হয়েছে। তবে এখনো আমি কোনো মেইল পাইনি।”

তিনি জানান, শিক্ষা উপদেষ্টার নম্বর না থাকায় ইউজিসির এক সদস্যের মাধ্যমে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে পক্ষপাতমূলক সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ জানিয়েছেন এবং অধিকতর তদন্ত চেয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, গত ৪ ডিসেম্বর সহউপাচার্য হিসেবে যোগ দিলেও উপাচার্য তাকে কোনো প্রশাসনিক বা আর্থিক দায়িত্ব দেননি। এমনকি ১১ জানুয়ারি সিন্ডিকেট সভায় তার প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাও বাতিল করা হয়, ফলে গত চার মাসে কার্যত কোনো দায়িত্ব পালন করতে পারেননি।

তিনি আরও লিখেছেন, “আমি এখনও জানি না আমার কী অপরাধ, আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। কোনো কারণ ছাড়া অব্যাহতি দেওয়া হলে এটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুল বার্তা দেবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!