1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত, আহত ২০

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ভুন্দুর চর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন—নুরুল আমিন (৪০), বলু মিয়া (৫৫) এবং ফুলবাবু (৫০)। তারা সবাই শাহাজাহান মিয়ার অনুসারী বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের মধ্যে নুরুল আমিন আনোয়ার হোসেনের ছেলে, বলু মিয়া গোলাম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুন্দুর চর এলাকায় দীর্ঘদিন ধরে শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে শাহাজাহান মিয়ার পক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে সেচ দিতে গেলে রাজু মিয়ার পক্ষ বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!