1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

সারাদেশে একযোগে লালন উৎসব ও লালন মেলা উদযাপন করবে শিল্পকলা একাডেমি

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে সারাদেশে একযোগে লালন উৎসব ও লালন মেলা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

প্রথমবারের মতো উৎসবটি অনুষ্ঠিত হবে ১৭ থেকে ১৯ অক্টোবর কুষ্টিয়ায় তিন দিনব্যাপী, ১৮ অক্টোবর ঢাকায়, এবং ১৭ অক্টোবর দেশের ৬৪ জেলায় একযোগে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই উৎসব নতুন বাংলাদেশের সাংস্কৃতিক অভিযাত্রায় ভক্ত, সাধক ও শিল্পীদের এক মহামিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ার লালন ধামে অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে ১৭ অক্টোবর বিকেল ৪টায় প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান

লালন বক্তৃতায় মুখ্য আলোচক হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ও গবেষক প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। এছাড়া অংশ নেবেন কবি ও চিন্তক ফরহাদ মজহার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ-আল মামুন
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন

উদ্বোধনের পর লালনের ভাবগীতি ও গানের বাণীতে মুখর হয়ে উঠবে ছেউড়িয়ার লালন ধাম। সেখানে পরিবেশনায় থাকবেন টুনটুন বাউল, সুনীল কর্মকার, রওশন ফকির, লতিফ শাহসহ সারাদেশ থেকে আগত অসংখ্য বাউল ও ফকির।
১৮ ও ১৯ অক্টোবরও চলবে লালনের গান, ভাবচর্চা ও মেলার আয়োজন।

কুষ্টিয়ার পাশাপাশি ১৮ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানেও আয়োজন করা হবে লালন উৎসব। সেখানে লালনের গান পরিবেশন করবেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, আলেয়া বেগম, লালন ব্যান্ড, নীরব অ্যান্ড বাউলস, মুজিব পরদেশী, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহীসহ দেশের বিভিন্ন প্রান্তের শিল্পী ও সংগীত দল।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!