
চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে ২৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ২৭ অক্টোবর সোমবার ভোরে পুরানবাজার কলেজের আশপাশে অভিযান চালিয়ে এসব অস্ত্র পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি খেলনা পিস্তল, ১৬টি বড় ছুরি, ৩টি ছোট ছুরি এবং ৮টি রামদা।
সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লে. মোহাম্মদ জাবিদ হাসান জানান, “পুরানবাজারের কিছু কিশোর গ্যাং এসব অস্ত্র মজুদ করেছিল এবং প্রতিপক্ষের ওপর হামলা চালানোর পরিকল্পনা করছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।”
এ ঘটনায় সোমবার সকাল ৯টা পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও মাদক কারবারিদের আটক করতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে। চাঁদপুরে সেনাবাহিনী সেই দায়িত্ব পালন করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply