1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ নিরাপত্তা, শেখ হাসিনার রায় ঘোষণার দিন নির্ধারণ আজ

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই ট্রাইব্যুনাল চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি এবং সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদের। আশপাশের এলাকা ঘিরে তৈরি করা হয়েছে শক্ত নিরাপত্তা বলয়। সাধারণ মানুষ ও সাংবাদিকদের প্রবেশের আগে তল্লাশি চালানো হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রায়ের তারিখ ঘোষণার দিনে কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা উসকানিমূলক কার্যকলাপ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন সর্বোচ্চ সতর্ক অবস্থানে। নিরাপত্তা এমনভাবে সাজানো হয়েছে, যাতে আদালতের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়।

আজ সকাল ১০টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মামলার রায়ের দিন নির্ধারণ করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিকে, শেখ হাসিনার রায়ের দিন নির্ধারণ ঘিরে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। দলটির নেতা-কর্মীরা রাজধানীসহ বিভিন্ন স্থানে আগুন, ককটেল বিস্ফোরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। ইতোমধ্যে এসব ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

তবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানিয়েছে, এসব ঘটনায় আদালতের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারিতে রায় ঘোষণার দিন নির্ধারণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!