1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন

বিগত ১৬-১৭ বছরের পুনরাবৃত্তি যেন আর না ঘটে : নৌ উপদেষ্টা

মাহিদুল ইসলাম হিমেল, নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা যেভাবে ঘাট দখল করে এবং ঘাটকে যেভাবে নিজেদের সম্পত্তি মনে করে, আপনারা তা হতে দেবেন না। বিগত ১৬-১৭ বছরের পুনরাবৃত্তি যেন আর না ঘটে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে নোয়াখালী হাতিয়ার নলচিরা ঘাট পরিদর্শন শেষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নৌ উপদেষ্টা বলেন, এর আগে আমাদের এখানে আসতে দেওয়া হয়নি। আমরা এখানে আসতে পারিনি, কাজ করতে পারিনি। স্থানীয় নেতা এগুলো দখল করে রেখেছিল। কেন একটা নদী বন্দর ঘোষণা করতে এত বছর লাগল। বন্দর হলে আমরা বন্দরের উন্নয়নের কাজ করতে পারতাম। কিন্তু তা না করে অন্তর্বর্তী সরকারকে আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে। এটা মানুষের সম্পদ, সরকারের সম্পদ। এটাকে আপনাদের দেখে শুনে রাখতে হবে।

তিনি বলেন, হাতিয়ার নলচিরা চেয়ারম্যান ঘাট রুটে শিগগিরই ফেরি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি চাই- আমি থাকতেই এ ফেরি যেন উদ্বোধন করতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মোহাম্মদ সলিমুল্লাহ, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার জাহেদুল আলম, সাধারণ সম্পদক আনোয়ার হোসেন যতনসহ স্থানীয় শিক্ষক ও রাজনৈতিক দলের নেতারা।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!