রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাং, ছিনতাই ও মাদক কারবারে জড়িত ‘জনি-রবিন’ গ্রুপের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতরা হলেন মো. নাসির খান জনি (২৫) ও মো. রিপন মিয়া (২৪)।
শনিবার (৩১ মে) মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ (এসএজি)-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
সিটিটিসি সূত্র জানায়, গ্রেফতারকৃতরা মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং চালনা, ছিনতাই এবং ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসায় জড়িত। এ চক্রের প্রধান হিসেবে পরিচিত জনি (নাসির খান) মোহাম্মদপুর ও আদাবর থানায় একাধিক মামলার এজাহার ও চার্জশিটভুক্ত আসামি।
গ্রেফতারের পর তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে সিটিটিসি।