1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন

সূচনা ফাউন্ডেশন দুর্নীতির অভিযোগ: মোস্তফা কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

সূচনা ফাউন্ডেশনে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে মেঘনা গ্রুপ ও একাত্তর মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২৭ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মনিরুল ইসলামের আবেদনের ভিত্তিতে আদালত এ নিষেধাজ্ঞা মঞ্জুর করেন। আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বাধীন সূচনা ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে। ওই অভিযোগে মোস্তফা কামালের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে এবং তার বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে মোস্তফা কামালের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন। আদালত তা বিবেচনায় নিয়ে আদেশ প্রদান করেন।

উল্লেখ্য, সূচনা ফাউন্ডেশনের কার্যক্রম ও আর্থিক লেনদেন নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এর সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলছে বলে দুদক সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট