
সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না। পাশাপাশি দেশের কোথাও কোথাও কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) এক পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অফিস।
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করলেও এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়বে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে; দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী, দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং ভোরে হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে এবং ভোরের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। এ সময়ে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply