উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।
মঙ্গলবার (৮ এপ্রিল) আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে ইন্টারের হয়ে গোল করেন লাওতারো মার্তিনেজ (৩৮ মিনিট) ও ডেভিড ফ্রাত্তেসি (৮৮ মিনিট)। বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় মুলার (৮৫ মিনিট)।
টানা ২২ ম্যাচ অপরাজিত থাকা বায়ার্ন এই হারে হঠাৎই ধাক্কা খেলো। যদিও হ্যারি কেইন, ওলিস ও গেরেইরারা বেশ কয়েকটি প্রচেষ্টা নিলেও গোলের দেখা পাননি। শেষ দিকে ফ্রাত্তেসির নাটকীয় গোলে জয় নিশ্চিত করে ইন্টার।