বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার ১২ দিন পর আজ রোববার খুলছে রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান চালু হলেও আজ কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না। দিনের শুরুতে নিহতদের স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত স্মরণসভা চলবে। এতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হবে। এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও নিহতদের পরিবারের সদস্যরা অংশ নেবেন।
গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রথমে ২০ জন নিহতের খবর পাওয়া গেলেও পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছায়। নিহতদের অধিকাংশই শিশু শিক্ষার্থী ছিলেন।
ঘটনার পর কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। পরে ২৭ জুলাই প্রতিষ্ঠানটি খোলার সিদ্ধান্ত হলেও শিক্ষার্থীদের মানসিক অবস্থা বিবেচনায় ছুটি বাড়ানো হয়।
শিক্ষকদের বরাতে জানা গেছে, দুর্ঘটনার সময় সহকারী শিক্ষক মাসুকা বেগম শিক্ষার্থীদের ফেলে না রেখে উদ্ধার তৎপরতায় অংশ নেন। তাঁর শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায় এবং পরে তিনি মৃত্যুবরণ করেন। আজকের স্মরণসভায় তাঁর আত্মত্যাগও বিশেষভাবে স্মরণ করা হবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। চালু করা হয়েছে কাউন্সেলিং সেশন ও সহায়তা কার্যক্রম।