রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হয়েছেন মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫)।
মঙ্গলবার সকাল ১০টার দিকে মিরপুর-১০ নম্বর গোল চত্বরের কাছে আব্দুল বাতেন সড়কে এ ঘটনা ঘটে।
আহত মাহমুদুল জানান, অফিসে যাওয়ার পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা ছয় দুর্বৃত্ত তার পথরোধ করে টাকা দাবি করে। টাকা না দিলে তারা তাকে গুলি করে এবং ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, দুর্বৃত্তদের শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ অভিযান চলছে।