
মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের পতাকা হাতে গৌরবের সঙ্গে দাঁড়িয়েছেন। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয়ের পর তিনি অক্টোবরের শেষ দিকে থাইল্যান্ডে অনুষ্ঠিত মূল প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে পৌঁছান।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাক–বিশেষ করে বিকিনি পরা নিয়ে সমালোচনা ও বিতর্কের মুখে পড়েন মিথিলা। থাইল্যান্ড থেকে দেওয়া একটি ভিডিও বার্তায় তিনি দেশবাসীর উদ্দেশে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন এবং তুলে ধরেন প্রতিযোগিতার কঠোর বাস্তবতা।
ভিডিওতে মিথিলা বলেন,
‘অন্য দেশের মানুষ আমাকে ট্রল করলে আমার কিছু যায় আসে না। কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখছে আমি কত কষ্ট করছি। এত বড় প্রতিযোগিতায় অংশ নিতে কত ডিসিপ্লিন, কত সময়ানুবর্তিতা, কত চেষ্টা—সবকিছু সত্ত্বেও যদি নিজের দেশের মানুষের কাছ থেকে প্রশংসা না পাই, তা সত্যিই কষ্টের।’
বিকিনি বিতর্ক নিয়ে তিনি পরিষ্কারভাবে বলেন,
‘আমি যদি বিকিনি না পরি, তাহলে টপ থার্টিতে যেতেই পারবো না। আপনারা তো চান আমি জিতি। জিততে হলে আমাকে নিয়ম মেনেই চলতে হবে। এখানে কোনো ধর্মীয় বিষয় আসে না। বাংলাদেশকে এগিয়ে নিতে চাইলে আমাকে এই অংশটুকু করতে হবেই।’
মিথিলা আরও বলেন,
‘এটা খুব বড় একটি প্ল্যাটফর্ম। এখানে যারা এসেছে সবাই ভালো, কেউ খারাপ না। এদের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে আমাকে সেরাটা দিতে হবে। আর দেশবাসীকেও ইতিবাচকভাবে পাশে থাকতে হবে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply