
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং ১৩ জন সাবেক সচিবকে আসামি করে মামলা দায়ের করেছে। সোমবার (৮ ডিসেম্বর) দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম মামলাটি দায়ের করেন। বিষয়টি দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, সরকারি অধিগ্রহণকৃত জমি ও প্রাপ্ত সুবিধাগুলো অভিযুক্তরা বেআইনিভাবে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন। ফ্ল্যাট নির্মাণ ও দীর্ঘমেয়াদি লিজ প্রদানের মাধ্যমে সরকারি সম্পদকে ব্যক্তিগত সুবিধায় কাজে লাগানো হয়েছে, যা প্রকল্পের স্বচ্ছতা ও জনকল্যাণমূলক লক্ষ্যের পরিপন্থী।
আসামিদের মধ্যে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সেতু বিভাগের সাবেক সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব মো. নজরুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব কামাল উদ্দীন আহমদ, সাবেক বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুল জলিল, পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. জাফর আহমেদ খান, সাবেক সিএএজি ও বর্তমান সোনালী ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ মুসলিম চৌধুরী, সংসদ বিষয়ক বিভাগের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সমন্বয়ক মিজ জুয়েনা আজিজ, রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মোফাজ্জেল হোসেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব আখতার হোসেন ভূঁইয়া এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাবেক সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আবু হেনা মো. রহমাতুল মুনিম।
দুদক জানিয়েছে, দীর্ঘমেয়াদি লিজ ও ফ্ল্যাট নির্মাণের মাধ্যমে সরকারি সম্পদের অপব্যবহার করে প্রকল্পের উদ্দেশ্য বিকৃত করা হয়েছে। এতে শুধু সরকারই ক্ষতিগ্রস্ত হয়নি, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জনগণের আস্থাও ক্ষুণ্ন হয়েছে।
দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, “সরকারি প্রকল্পের সম্পদ অন্য উদ্দেশ্যে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়। এমন দুর্নীতি প্রতিরোধে দুদক কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং আইনানুগ পদক্ষেপ অব্যাহত থাকবে।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply