1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

বিনয়: নবীজির (সা.) জীবনে নম্রতার অনন্য আদর্শ

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫

বিনয়—এমন এক মহৎ গুণ, যা মানুষের চরিত্রে সৌন্দর্য আনে, হৃদয়ে স্থান করে নিতে সাহায্য করে এবং সমাজে মর্যাদা বাড়ায়। মানবজীবনের এই গুণটি শুধু সামাজিক বা নৈতিক মূল্যবোধ নয়, বরং একটি আধ্যাত্মিক গুণ হিসেবেও গুরুত্বপূর্ণ। ইসলাম ধর্মে বিনয়ের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

ইসলাম ও বিনয়ের শিক্ষা
পবিত্র কোরআন ও হাদিসে বিনয়ের ফজিলত বহুবার বর্ণিত হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘করুণাময়ের বান্দারা তারা, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, আর অজ্ঞরা তাদের কটু ভাষায় কিছু বললে শান্তিপূর্ণ জবাব দেয়।’ (সুরা ফুরকান: ৬৩)

আরও বলা হয়েছে, ‘তোমাদের বন্ধু তো আল্লাহ, তার রাসুল ও মুমিনগণ, যারা বিনীতভাবে নামাজ আদায় করে ও জাকাত প্রদান করে।’ (সুরা মায়েদা: ৫৫)

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি মহান আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেন।’ (বায়হাকি)

নবীজির (সা.) জীবনে বিনয়ের প্রতিচ্ছবি
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন বিনয়ের জীবন্ত আদর্শ। তার বিনয় ছিল শুধু কথাবার্তায় নয়, বরং প্রতিটি কাজে, হাঁটাচলায়, আচরণে এবং আচার-আচরণে।

এক হাদিসে বর্ণিত হয়েছে, “যিনি প্রথম তাকে দেখতেন, ভয় পেতেন। কিন্তু যিনি তার সঙ্গে মিশতেন, ভালোবেসে ফেলতেন।” (তিরমিজি)

তার অপূর্ব বিনয়ের সৌন্দর্যই ছিল এমন, যা সাধারণ মানুষকেও তার সান্নিধ্যে ভালোবাসায় আপ্লুত করে তুলত। তিনি ছিলেন সুবিশাল হৃদয়ের অধিকারী, নম্রতায় অনন্য, এবং সত্যবাদিতায় অগ্রগণ্য।

ফেরেশতার মাধ্যমে মর্যাদা বৃদ্ধি
হাদিসে এসেছে, প্রতিটি মানুষের মাথার পেছনে এক ফেরেশতা থাকে, যার হাতে থাকে হাকামাহ। যখন কেউ বিনয় অবলম্বন করে, ফেরেশতাকে আদেশ দেওয়া হয়: “হাকামাহ তুলে ধরো”—অর্থাৎ মর্যাদা বাড়াও। আর যখন কেউ অহংকার করে, বলা হয়: “হাকামাহ ফেলে দাও”—অর্থাৎ তাকে নিচে নামাও।” (সিলসিলায়ে সহিহা)

আজকের শিক্ষণীয় বার্তা
বিনয় শুধুই চারিত্রিক সৌন্দর্য নয়, বরং আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। তাই আমাদের উচিত প্রিয়নবী (সা.)-এর জীবন থেকে বিনয়ের শিক্ষা গ্রহণ করা, অহংকার থেকে দূরে থাকা এবং অন্যকে সম্মান করা। কারণ বিনয় মানুষকে শুধু সম্মানই এনে দেয় না, বরং তা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পথও প্রশস্ত করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট