1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

চলতি কর বছরে ১০ লাখের বেশি করদাতার অনলাইনে ই-রিটার্ন দাখিল

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

চলতি ২০২৫–২৬ কর বছরে এখন পর্যন্ত ১০ লাখের বেশি ব্যক্তি করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ২০২৫–২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন। করদাতারা এখন এনবিআরের ওয়েবসাইটের মাধ্যমে সহজেই রিটার্ন পূরণ করে অনলাইনে দাখিল করতে পারছেন।

এনবিআর এক বিশেষ আদেশে জানিয়েছে, এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সকল ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না হলেও, অব্যাহতিপ্রাপ্ত করদাতারা চাইলে ইচ্ছামতো অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারবেন।

ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কেউ যদি অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থ হন, তবে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতা উল্লেখ করে আবেদন করতে হবে। পরবর্তীতে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে তিনি কাগজভিত্তিক (পেপার) রিটার্ন দাখিল করতে পারবেন। এ বছর করদাতার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। তবে তারা চাইলে এনবিআরের সংশ্লিষ্ট ই-মেইলে পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল ঠিকানা পাঠিয়ে আবেদন করতে পারেন। আবেদন পাওয়ার পর এনবিআর তাদের ই-মেইলে ওটিপি ও নিবন্ধন লিংক পাঠাচ্ছে, যার মাধ্যমে তারা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন।

কোনো কাগজপত্র বা দলিল আপলোড না করেই করদাতারা ই-রিটার্ন সিস্টেমে আয়, ব্যয়, সম্পদ ও দায়ের প্রকৃত তথ্য এন্ট্রি করে সহজে ঝামেলাহীনভাবে রিটার্ন দাখিল করতে পারছেন। দাখিল শেষে তারা স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্ন দাখিলের স্লিপ সংগ্রহ করতে পারেন।

করদাতাদের সুবিধার্থে এনবিআর গত বছরের মতো এবারও অনলাইন রিটার্ন দাখিলের প্রশিক্ষণ প্রদান করেছে। এছাড়া ই-রিটার্ন সংক্রান্ত সমস্যায় তাৎক্ষণিক সহায়তার জন্য একটি কল সেন্টার (০৯৬৪৩ ৭১ ৭১ ৭১) চালু করা হয়েছে। সারা দেশের সব কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে, যেখানে অফিস চলাকালীন সময়ে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত সব সেবা ও পরামর্শ পাচ্ছেন।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!