1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

অনুষ্ঠিত হয়েছে পুতিন ও ট্রাম্পের বহুল আলোচিত বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত বৈঠক। কয়েক ঘণ্টাব্যাপী এ বৈঠককে ট্রাম্প ‘ইতিবাচক’ আখ্যা দিলেও যুদ্ধবিরতি বা কোনো চুক্তির ঘোষণা আসেনি।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ইউক্রেন ও ইউরোপের। তিনি জানান, “আমরা অনেক বিষয়ে একমত হয়েছি, তবে কিছু বড় বিষয়ে একমত হতে পারিনি। তাই আপাতত কোনো চুক্তি হয়নি।” ট্রাম্প আরও জানান, আলোচনার অগ্রগতি সম্পর্কে ন্যাটো ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অবহিত করবেন।

পুতিন জানান, মূল সমস্যার সমাধান ছাড়া দীর্ঘস্থায়ী কোনো চুক্তি সম্ভব নয়। তবে তিনি ইঙ্গিত দেন, এ বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক স্বাভাবিক হতে পারে। তাঁর ভাষায়, “আজকের বৈঠক শুধু ইউক্রেন নয়, বরং রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ককে ব্যবসায়িক ও বাস্তবসম্মত পর্যায়ে ফিরিয়ে আনতে সহায়ক হবে।”

এছাড়া তিনি দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের পরিবর্তে যদি ট্রাম্প ক্ষমতায় থাকতেন, তবে রাশিয়া হয়তো ইউক্রেনে হামলা চালাত না। বৈঠকের শেষে পুতিন ট্রাম্পকে মস্কো সফরে আমন্ত্রণ জানান, যা ট্রাম্প ইতিবাচকভাবে গ্রহণ করেন।

তবে সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নের উত্তর দেননি দুই নেতা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!