
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পশ্চিম লতিফপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থলে নিহতের লাশের পাশে গুলির খোসাও পাওয়া গেছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম জানান, আবুল কালাম জহির (৫০) নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ওসি ফয়জুল আজীম আরও জানান, ‘ছোট কাউসার’ নামে একজনের সঙ্গে জহিরের পূর্ববর্তী দ্বন্দ্বের কথাও জানা গেছে। এসব বিষয় তদন্তাধীন রয়েছে এবং হত্যার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply