
মৌলভীবাজারের বড়লেখায় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে, ফরেস্ট অফিস সংলগ্ন বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন:
জামাল উদ্দিন (৫৬) – মৃত নিমার আলীর ছেলে, কুয়েত প্রবাসী
আব্দুল কাইয়ুম (৪৯) – মৃত নিমার আলীর ছেলে, কৃষক
গুরুতর আহত ব্যক্তি হলেন মো. জমির উদ্দিন, একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply