
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় তার স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এর আগে আদালত সালমান শাহর মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। প্রায় তিন দশক ধরে এটি অপমৃত্যু মামলা হিসেবেই চলতে থাকে। পরে পিবিআই তাদের প্রতিবেদনে এটিকে আত্মহত্যা বলে মত দেয়, যদিও পরিবার সেই তদন্তে গড়মিলের অভিযোগ তোলে।
সালমান শাহর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ছোটপর্দায় অভিনয় শুরু করে তিনি অল্প সময়ের মধ্যেই বড় পর্দায় ব্যাপক জনপ্রিয়তা পান। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’, ‘বিক্ষোভ’সহ একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করে তিনি ঢাকাই চলচ্চিত্রে কিংবদন্তি হয়ে ওঠেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply