দুই কোটি টাকা ভিত্তিমূল্য থাকা সত্ত্বেও আইপিএল ২০২৫ মেগা নিলামে দল পাননি মোস্তাফিজুর রহমান। তবে ভাগ্য তার পক্ষেই ছিল, কারণ শেষ মুহূর্তে দিল্লি ক্যাপিটালসে ফিরছেন তিনি।
আইপিএলের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্টের বাকি সময় থেকে সরে দাঁড়িয়েছেন টপ অর্ডার ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। তার অনুপস্থিতিতে মোস্তাফিজকে ৬ কোটি রুপিতে (প্রায় সাড়ে আট কোটি টাকা) কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এটি মোস্তাফিজের আইপিএল ক্যারিয়ারের সর্বোচ্চ মূল্য।
দিল্লি ক্যাপিটালসে প্রত্যাবর্তন
দুই বছর পর আবারও দিল্লি ক্যাপিটালসে ফিরছেন মোস্তাফিজ। ফ্র্যাঞ্চাইজিটির অফিশিয়াল পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, “২ বছর পর আবারও ফিরলেন মোস্তাফিজুর রহমান! জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক; বাকি মৌসুমে যাকে পাওয়া যাবে না, তার পরিবর্তে খেলবেন তিনি।”
মোস্তাফিজের আইপিএল পরিসংখ্যান
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেকেই নজর কেড়েছিলেন মোস্তাফিজ। সেবার ৭-এর কম ইকোনমিতে তুলে নিয়েছিলেন ১৭ উইকেট, হয়ে উঠেছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটার। তবে পরবর্তী সময়ে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। চেন্নাইয়ের হয়ে গত মৌসুমে কিছুটা ভালো করলেও মেগা নিলামে তার ওপর আস্থা রাখেনি কোনো দল।
আন্তর্জাতিক মঞ্চে মোস্তাফিজ
মোস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে ১০৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১৩২টি উইকেট নিয়েছেন। আর আইপিএলে ৫৭ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ৬১টি উইকেট।
দিল্লি ক্যাপিটালসে এই প্রত্যাবর্তন কি মোস্তাফিজের জন্য নতুন অধ্যায়ের সূচনা করবে? সময়ই দেবে সেই উত্তর।