আওয়ামী লীগকে গণহত্যাকারী ও ফ্যাসিস্ট দল আখ্যায়িত করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার দেখতে চাই। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, কারণ গণহত্যা চালিয়ে এই দলটি রাজনীতি করার অধিকার হারিয়েছে।
শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানান নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আওয়ামী লীগকে মাফিয়া ও ফ্যাসিস্ট দল হিসেবে অভিহিত করে বলেন, “মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরার যেকোনো প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক দল নয়, তারা গণহত্যাকারী। এ দেশে রাজনীতির কোনো অধিকার তাদের নেই।”
এসময় তিনি উল্লেখ করেন, “আওয়ামী লীগের দল, মতাদর্শ ও মার্কার বিরুদ্ধে জনগণ ৩৬ জুলাই রায় জানিয়ে দিয়েছে।”
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।