1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন

সংবিধান সংস্কারে গণভোটসহ একগুচ্ছ প্রস্তাব এনসিপির

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংবিধান সংশোধনে গণভোটসহ একগুচ্ছ প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৯ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি জানান, বৈঠকে সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতার কাঠামো, ক্ষমতার ভারসাম্য, প্রধান বিচারপতিসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক নিয়োগ, বিচার বিভাগের স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন এবং পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন না দেওয়াসহ নানা বিষয়ে আলোচনা হয়।

এনসিপি প্রস্তাব করেছে—

  • প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায়

  • কেউ দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না

  • রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টোরাল কলেজ ব্যবস্থার প্রস্তাব

  • বিরোধীদল থেকে স্পিকার দিতে হবে

  • স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ

  • ১০০ আসনে সরাসরি প্রতিযোগিতার মাধ্যমে নারী আসনে নির্বাচন

  • সাংবিধানিক পদে নিয়োগে ‘জাতীয় সংবিধানিক কাউন্সিল’ গঠন

  • সংবিধান সংশোধনে গণভোট বাধ্যতামূলক করা

নাহিদ ইসলাম বলেন, “সংসদে অধিক ভোট পেলেও সংবিধান সংশোধনে গণভোটে যেতে হবে। আমরা প্রশ্ন রেখেছি— বাহাত্তরের পর দলীয় মূলনীতিগুলো সংবিধানে যুক্ত করা হয়েছিল, সেগুলোর প্রয়োজন আছে কি না।”

তিনি জানান, আলোচনা চলমান থাকবে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বসা হবে। “আলোচনার কোনো বিকল্প নেই। রাষ্ট্র কাঠামো পুরনো থাকবে কি না— তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট