1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন

মৌলিক রাষ্ট্র সংস্কারে রূপরেখা তুলে ধরল এনসিপি

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ৬ মে (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টার পর জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে রাষ্ট্রের মৌলিক সংস্কার নিয়ে প্রস্তুতকৃত একটি ‘রূপরেখা’ তুলে দেন।

আখতার হোসেন বলেন, “আমরা মৌলিক সংস্কার বলতে শুধু নির্বাচনী ব্যবস্থা বা সংখ্যাগরিষ্ঠ ভিত্তিক সংবিধান সংশোধনকে বুঝি না। বরং ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি এবং বিকেন্দ্রীকরণ—এই তিনটি বিষয়ই আমাদের সংস্কারের মূল ভিত্তি।”

তিনি আরও বলেন, “স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী উপাদান থেকে রাষ্ট্র কাঠামোকে মুক্ত করা, সাংবিধানিক পদে দলীয় প্রভাবমুক্ত নিয়োগ নিশ্চিত করা এবং বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে রক্ষা করে সত্যিকারের ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এনসিপি প্রতিনিধি দলে আরও ছিলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

উল্লেখ্য, এর আগে গত ১৯ এপ্রিল কমিশনের সঙ্গে প্রথম দফার বৈঠক করেছিল এনসিপি। মৌলিক রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!