1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

দেশে অস্থিতিশীলতার ফাঁদ পেতে রাখা হচ্ছে, ঐক্যবদ্ধ থাকার আহ্বান এনসিপি আহ্বায়কের

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে। এই ফাঁদে পা না দিয়ে আমাদের উচিত ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া।”

শুক্রবার (২৩ মে) রাজধানীর ধানমন্ডির একটি হোটেলে এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আয়োজিত পরিচিতি ও সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সারা দেশের সংগঠকদের উপস্থিতিতে পার্টির ভবিষ্যৎ কর্মপন্থা ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন নেতারা।

নাহিদ ইসলাম বলেন, “আমাদের রাজনীতি ও অস্তিত্ব গড়ে উঠেছে জুলাইয়ের গণঅভ্যুত্থানের ভিত্তিতে। জুলাইকে যত বেশি ধারণ করতে পারব, তত বেশি সংগঠিত হতে পারব। দুঃখজনকভাবে অভ্যুত্থানের কিছু অংশীদার এখন এটিকে ক্ষমতার পালাবদল হিসেবে দেখছেন, যেখানে আমরা বরং মৌলিক সংস্কারের পক্ষে ছিলাম।”

তিনি আরও বলেন, “পুরোনো সংবিধানকে আঁকড়ে ধরে ক্ষমতায় যেতে চাওয়া একটি ভুল প্রবণতা। আমরা রেজিম চেঞ্জ নয়, গণতান্ত্রিক সংস্কার চাই। এখন সময় এসেছে সংগঠিত শক্তির মাধ্যমে সত্যিকার পরিবর্তনের।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

  • এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

  • দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

  • জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম

  • সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম

  • মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল

  • জাতীয় যুবশক্তির অন্যান্য কেন্দ্রীয় নেতারা

সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট