1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:১০ অপরাহ্ন

চট্টগ্রামে আওয়ামী লীগের কার্যালয় দখল করল এনসিপি

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকার দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার কার্যালয় দখল করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একদল তরুণ নেতা।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরিফ মঈনুদ্দিনের নেতৃত্বে এই দখল অভিযান পরিচালিত হয়। তার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কসহ আরও কয়েকজন কর্মী ছিলেন।

দখলের ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, একদল তরুণ কার্যালয়ের সামনের দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করছেন।

দোস্ত বিল্ডিংয়ে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি, বাসদ ও গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় রয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ভবনটিতে ভাঙচুর হয়। এরপর থেকে এটি তালাবদ্ধ অবস্থায় ছিল।

আরিফ মঈনুদ্দিন অভিযোগ করে বলেন, “রাতে ভবনটিতে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত নেতাকর্মীরা গোপনে সভা করতেন। এ খবর পেয়ে আমরা সেখানে যাই এবং নিরাপত্তাকর্মীর কাছে জিজ্ঞাসা করি রাতে কারা আসেন। তিনি বিষয়টি অস্বীকার করায় আমরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করি এবং বিভিন্ন প্রমাণ পাই। এরপর ভবনটি তালাবদ্ধ করে দিয়েছি। আগামী দুই দিন আমরা ভবনের কার্যক্রম পর্যবেক্ষণ করব।”

তিনি আরও দাবি করেন, “ভবনটি আসলে পরিত্যক্ত সম্পত্তি। একাত্তরের পর বিহারিরা এটি ফেলে যায়। এখানে শুধু আওয়ামী লীগ নয়, বিএনপিসহ বিভিন্ন সংগঠনের কার্যালয় রয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, “আওয়ামী লীগের কার্যালয় দখলের বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!