
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) যৌথ উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি–২০২৫’-এর চূড়ান্ত ফলাফল ১৫ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। নাচ, গান, আবৃত্তি, গল্প বলা, অভিনয়সহ মোট ১২টি বিষয়ে হাজারো প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা।
আঞ্চলিক ও বিভাগীয় পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে চূড়ান্ত পর্ব আয়োজন করা হয়। ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে ‘ক’ ও ‘খ’ গ্রুপের সেরা দুই বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। ‘ক’ গ্রুপে টাঙ্গাইলের প্রেয়সী চক্রবর্তী এবং ‘খ’ গ্রুপে সুনামগঞ্জের শুভমিতা তালুকদার চ্যাম্পিয়ন নির্বাচিত হন। প্রত্যেকে একটি ক্রেস্ট এবং তিন লাখ টাকার চেক গ্রহণ করেন।
১৫ নভেম্বর ঢাকার রামপুরায় বিটিভি অডিটোরিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। তিনি বলেন, “নতুন কুঁড়িতে বিজয়ী শিশুশিল্পীরা পরিশ্রমের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে খ্যাতি অর্জন করবে।”
এইদিন ‘ক’ ও ‘খ’ বিভাগের প্রতিটি বিষয়ে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মোট ৭৩ জন শিশুশিল্পী পুরস্কার পান।
১ম স্থান অর্জনকারীকে দেওয়া হয় দুই লাখ টাকা, ২য় স্থান অর্জনকারীকে এক লাখ টাকা এবং ৩য় স্থান অর্জনকারীকে ৫০ হাজার টাকার চেক, ট্রফি ও সনদ।
উপদেষ্টা শিশুশিল্পীদের উদ্দেশে বলেন, “তোমরা অনেকেই জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষী হয়েছ। শহিদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
তিনি জানান, দীর্ঘ ২০ বছর পর গত জুলাইয়ে প্রতিযোগিতা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয় এবং দেড় মাসের মধ্যে পুরো আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, বিজয়ী শিশুশিল্পীরা ভবিষ্যতে শিল্প-সাহিত্য অঙ্গনে নেতৃত্ব দেবে। সভাপতির বক্তব্যে বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম জানান—নতুন কুঁড়ির প্রতিটি শাখার সেরা দশজন বিটিভির শিল্পী তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং তাদের নিয়ে বিটিভিতে ‘শিশুপ্রহর’ নামে নতুন অনুষ্ঠান প্রচার করা হবে, যা প্রতি শুক্রবার প্রচারিত হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply