1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৪ মে ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

কুরবানীর ঈদের আগে বাজারে আসছে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নকশার নোট

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

বাংলাদেশ ব্যাংক কুরবানীর ঈদ সামনে রেখে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নকশার নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিয়েছে। প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে নতুন টাকার নোট ছাড়ার রেওয়াজ থাকলেও, গত ঈদুল ফিতরের আগে ছাপা নোটে বঙ্গবন্ধুর ছবি থাকায় নতুন নোট বাজারে ছাড়া হয়নি।

এবারের নোটগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না। পরিবর্তে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি এবং পূর্বের নকশা ফিরে আসছে। গাজীপুরে অবস্থিত দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (টাঁকশাল) ইতিমধ্যে এসব নোট ছাপানোর কাজ প্রায় শেষ করেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, “ঈদের আগেই নতুন নকশার নোট বাজারে আনার পরিকল্পনা নিয়েই কাজ করা হচ্ছে। ছাপার কাজ প্রায় শেষ, তবে কোন তারিখে কোন নোট বাজারে ছাড়া হবে, তা এখনো নির্ধারণ হয়নি।”

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ২০ টাকার নোটের ছাপার কাজ প্রায় শেষ এবং এটি আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে। পরের সপ্তাহে হস্তান্তর করা হবে ৫০ ও ১০০০ টাকার নোট। এগুলো কবে নাগাদ বাজারে ছাড়া হবে, সে সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকই নেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট