1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

সরকারি স্কুলে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ: বয়স, কোটা, পছন্দক্রম ও লটারি–সবকিছুতেই পরিবর্তন

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। কোটাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে এ নীতিমালায়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সচিব রেহেনা পারভীনের স্বাক্ষরে নীতিমালাটি প্রকাশ করা হয়।


ভর্তি শ্রেণি ও বয়সসীমা

  • সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অ্যান্ট্রি শ্রেণিতে এবং আসন শূন্য থাকলে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি নেওয়া যাবে।

  • ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ অনুযায়ী ৬ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।

  • ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে বয়সসীমা:

    • সর্বনিম্ন: ৫ বছর (জন্ম তারিখ ১ জানুয়ারি ২০২১ পর্যন্ত)

    • সর্বোচ্চ: ৭ বছর (জন্ম তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত)

  • পরবর্তী শ্রেণিগুলোর বয়স নির্ধারণ হবে প্রথম শ্রেণিতে ভর্তি সময়কার বয়স অনুযায়ী।

  • জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

  • বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা সর্বোচ্চ ৫ বছর অতিরিক্ত সুবিধা পাবে।

  • প্রতি শ্রেণির প্রতি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী থাকতে পারবে।

  • ২০২৬ শিক্ষাবর্ষ চলবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।


আবেদন ও ভর্তি প্রক্রিয়া

  • আবেদন, ডিজিটাল লটারি ও ভর্তি কার্যক্রমের তারিখ নির্ধারণ করবে মাউশি

  • কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি সম্পন্ন হবে।

  • শিক্ষার্থী সর্বোচ্চ ৫টি বিদ্যালয় পছন্দ তালিকায় দিতে পারবে।

  • ডাবল শিফট স্কুলে দুটি শিফট বেছে নিলে দুটি পৃথক পছন্দ হিসেবে গণ্য হবে।

  • পছন্দ করা পাঁচটি বিদ্যালয়ের মধ্যে যেকোনো একটি চূড়ান্তভাবে নিশ্চিত করতে হবে—এটি সফটওয়্যারে যুক্ত থাকবে।


ক্যাচমেন্ট এরিয়া

  • ঢাকা শহরের ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় তিনটি গ্রুপে বিভক্ত থাকবে।

  • বিদ্যালয়প্রধানরা প্রতিষ্ঠান সংলগ্ন সর্বোচ্চ তিনটি থানাকে ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করবেন।

  • ক্যাচমেন্ট এরিয়ার শিক্ষার্থীদের জন্য ৪০% আসন সংরক্ষিত


কোটা ব্যবস্থা

  • ক্যাচমেন্ট এরিয়া: ৪০%

  • মুক্তিযোদ্ধার সন্তান: ৫%

  • বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী: ২%

  • শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীর সন্তান:

    • মন্ত্রণালয়: ০.৫%

    • অধীন দপ্তর/সংস্থা: ০.৫%

  • যমজ কোটা: আগের ৩% থেকে কমিয়ে ২%

  • সহোদর কোটা: আগের ২% থেকে বাড়িয়ে ৩%

    • যমজ ও সহোদর কোটার সুবিধা এক দম্পতির সর্বোচ্চ তিন সন্তান পর্যন্ত প্রযোজ্য।

  • সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করা শিক্ষার্থীদের জন্য: ষষ্ঠ শ্রেণিতে ১০% আসন সংরক্ষিত।


ভর্তি কমিটি

  • ঢাকা মহানগর: মাউশির মহাপরিচালকের নেতৃত্বে

  • জেলা: জেলা প্রশাসক (ডিসি)

  • উপজেলা: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)


আবেদন ও লটারির সম্ভাব্য সময়সূচি

মাউশির ১০ নভেম্বরের সভার সিদ্ধান্ত অনুযায়ী—

  • ১৯ নভেম্বরের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

  • ২১ নভেম্বর–৭ ডিসেম্বর: অনলাইন আবেদন

  • ১৪ ডিসেম্বর: ডিজিটাল লটারি

  • ১৭–২১ ডিসেম্বর: নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!