1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

‘নির্বাচন কেউ ঠেকাতে পারবে না’ — আইজিপি বাহারুল আলম

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, “আসন্ন নির্বাচন আমরা করেই ফেলব, কেউ ঠেকাতে পারবে না। প্রায় ৪৩ হাজার কেন্দ্রে ভোট হবে। সন্ত্রাসীরা যদি ৫০০ কিংবা এক হাজার কেন্দ্র বন্ধও করে, বাকি ৪২ হাজার কেন্দ্রে নির্বাচন হয়ে যাবে। বন্ধ হওয়া কেন্দ্রে পরে আবার ভোট হবে। কেউ নির্বাচন আটকাতে পারবে না—সন্ত্রাসীরাও না। কারণ মানুষ নির্বাচন চায়, সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা মহানগর পুলিশ লাইনসে নির্বাচন উপলক্ষে পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, “১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮—কোনো নির্বাচনে হামলা বা মৃত্যু ছাড়া হয়নি। কখনো পাঁচ, কখনো ১০, কখনো ২৫ জন পর্যন্ত মারা গেছে। এবার আমরা চাই একটি মৃত্যুও না ঘটুক।” তিনি জানান, খুলনার সব ইউনিটে নির্বাচনের প্রস্তুতিমূলক প্রশিক্ষণ চলছে।

তিনি আরও বলেন, “গত তিনটি নির্বাচন নিয়ে নানা বিতর্ক ও সমালোচনা রয়েছে। আমরা চাই এবার সেই বিতর্ক থেকে বেরিয়ে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করতে। আমরা দায়িত্ব পালন করব নিরপেক্ষভাবে।”

সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে—এমন সদস্যদের নির্বাচনী দায়িত্বে না রাখার পরিকল্পনার কথাও জানান তিনি। জেলা পুলিশ সুপার (এসপি) ও রেঞ্জ ডিআইজিরা এমন ব্যক্তিদের শনাক্ত করছেন এবং জানুয়ারির আগে বিষয়টি চূড়ান্ত করা হবে।

আইজিপি বলেন, “দেশের মানুষ নির্বাচনকে স্বাগত জানাচ্ছে। সবাই ভোটের জন্য উদগ্রীব। সবার সহযোগিতা নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই।”

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!