রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়া। মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে, সোমবার (১৯ মে) ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেত্রীকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরও আগে, রবিবার (১৮ মে) সকালে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেদিন বিকেলে তাকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডে অবস্থিত গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ভাটারা থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খান।