1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

পরশুরামে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ১

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে মো. মিল্লাত হোসেন (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন মো. আফছার (৩১) নামে আরেকজন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার বাসপদুয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত মিল্লাত হোসেন ইউছুফ মিয়ার ছেলে এবং আহত আফছার মৃত এয়ার আহম্মদের ছেলে। দুজনই পরশুরাম পৌরসভার বাসপদুয়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের সময় বিএসএফ গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাত মারা যান।

বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিএসএফের কাছে লিখিত প্রতিবাদ জানানো হবে। উল্লেখ্য, বাসপদুয়া সীমান্ত চোরাকারবারি প্রবণ এলাকা হিসেবে পরিচিত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!