1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকার আজ এক বছর পূর্ণ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার আজ এক বছর পূর্ণ করছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান বিজয়ী হয় এবং ৮ আগস্ট এই সরকার শপথ নেয়। এক বছরে নির্বাচনী ব্যবস্থা, গণমাধ্যম, বিচারব্যবস্থা, অর্থনীতি, আইনশৃঙ্খলাসহ বিভিন্ন খাতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হয়েছে।

৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’-এ সরকার জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেয়। নির্বাচন কমিশন জানিয়েছে, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে।

মূল্যস্ফীতি জুনে ৮.৪৮%-এ নেমেছে, ডিসেম্বরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৬%-এ নামানোর লক্ষ্য রয়েছে। রমজান থেকে বাজার স্থিতিশীল রয়েছে। গত অর্থবছরে রেকর্ড ৩০৩৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, রপ্তানি আয় বেড়েছে প্রায় ৯%। বৈদেশিক ঋণ পরিশোধের পরও রিজার্ভ ও টাকার মান শক্তিশালী হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!