1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

অনলাইন কনটেন্ট নিয়ম ভঙ্গ—ইইউর ১২০ মিলিয়ন ইউরো জরিমানায় ক্ষোভে ফুঁসছেন ইলন মাস্ক, সমালোচনায় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অনলাইন কনটেন্ট সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের প্রযুক্তি নিয়ন্ত্রকদের কাছ থেকে ১২০ মিলিয়ন ইউরো (প্রায় ১৪০ মিলিয়ন ডলার) জরিমানা গুনতে হচ্ছে। খবর—রয়টার্স।

ইইউর অভিযোগ—এক্স স্বচ্ছতার বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে। গবেষকদের জন্য পাবলিক ডেটা অ্যাক্সেস না দেওয়া, বিজ্ঞাপন ভান্ডার অসম্পূর্ণ রাখা এবং নীল টিক যাচাইকরণ ব্যবস্থায় বিভ্রান্তিকর ডিজাইন ব্যবহারসহ একাধিক গুরুতর অনিয়মের কথা উল্লেখ করেছে নিয়ন্ত্রক সংস্থা।

জরিমানা ঘোষণার পরপরই প্ল্যাটফর্মে ক্ষোভ প্রকাশ করেন ইলন মাস্ক। ইউরোপীয় কমিশনের পোস্টের নিচে তিনি মন্তব্য করেন—“Bullshit” (নিতান্তই বাজে কথা)। বাকস্বাধীনতাকে গণতন্ত্রের ভিত্তি উল্লেখ করে মাস্ক বলেন, “আপনি কার জন্য ভোট দিচ্ছেন, তা জানার একমাত্র উপায় এটাই।”

এদিকে সিদ্ধান্তটিকে “একটি জঘন্য সিদ্ধান্ত” হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৮ ডিসেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, “ইউরোপ কিছুটা ভুল পথে হাঁটছে। আমি বুঝতে পারছি না তারা এটি কীভাবে করতে পারে।” তিনি আরও জানান, এ বিষয়ে মাস্ক তার কাছে কোনো সাহায্য চাননি, তবে তিনি পরে পূর্ণ প্রতিবেদন দেখে বিস্তারিত জানাবেন।

ট্রাম্প সতর্ক করে বলেন, “ইউরোপকে খুব সাবধানে থাকতে হবে।”

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!