1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

বিএনপি নেতা মির্জা ফখরুল: জামায়াতের ভোট মাত্র ৫-৬ শতাংশ, পদ্মা-ফারাক্কা ইস্যুতে সতর্কতা প্রয়োজন

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে জামায়াতে ইসলামীর ভোট মাত্র ৫-৬ শতাংশ, এবং ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করা দলটি আজ ক্ষমতা চায়।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবাগঞ্জ সরকারি কলেজে পানির ন্যায্যতার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নদীর পানি সংরক্ষণ ও কৃষকদের সুরক্ষায় পদক্ষেপ নেবে। তিনি জানান, গঙ্গা ব্যারাজ নির্মাণ করে শুষ্ক মৌসুমে কৃষকদের ফসল বাঁচানো হবে।

তিনি ভারতের ফারাক্কা বাঁধের বিষয়েও সতর্ক করে বলেন, এটি চুপি চুপি নির্মাণ করা হয়েছে এবং পদ্মা অঞ্চলের হাজারো মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই পদ্মা ও অন্যান্য নদী বাঁচানো প্রয়োজন।

এর আগে সকালেই তিনি মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে, প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক রাখতে হবে। তিনি উল্লেখ করেন, প্রত্যেক দেশ তার স্বার্থ দেখবে, কিন্তু নির্বাচিত সরকার না থাকলে দাবি আদায় সম্ভব নয়।

মির্জা ফখরুল বলেন, পদ্মার পানি বণ্টন নিয়ে মূল সমস্যা এখনও বিদ্যমান, এবং ২০২৬ সালে চুক্তি শেষ হবে। এ সময় পর্যন্ত পদ্মার পানি আটকে দেওয়ার ফলে জীবন ও জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!