চার মাস ১১ দিন পর, শনিবার (১২ এপ্রিল) সকালে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। মোট ১০টি দানবাক্স খোলা হলে সেখান থেকে পাওয়া যায় ২৮ বস্তা ভর্তি টাকা। এসব টাকা প্লাস্টিকের বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয় এবং পরে শুরু হয় গণনার কাজ।
গণনার কার্যক্রমটি জেলা প্রশাসক ফৌজিয়া খানম এবং পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর তত্ত্বাবধানে পরিচালিত হয়। দানবাক্সগুলো গণনায় অংশ নেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় চার শতাধিক মানুষের একটি দল।
এবার রমজান উপলক্ষে দানবাক্স খোলার সময় পার হয়ে যাওয়ায় অতিরিক্ত একটি টিনের বাক্স যোগ করা হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালের ৩০ নভেম্বর পাগলা মসজিদের দানসিন্দুক খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা।