1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

মোজাম্মেল হোসেন মোহন-এর কবিতা ‘পাখির মেলা’

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

পাখির মেলা

-মোজাম্মেল হোসেন মোহন

হরেক রকম পাখির মেলা
মোদের ছোট্ট গাঁয়ে,
সকাল-সাঁঝে তাদের কূজন
ভাসে দখিন বায়ে।
বুলবুলি আর দোয়েল নাচে
টুনটুনি গান করে,
বাবুই পাখি মন-পছন্দে
নিজের বাসা গড়ে।
ঝোপ-ঝাড়েতে ডাহুক ডাকে
মরাল চলে জলে,
মরালি তার পিছে পিছে
সাঁতার কেটে চলে।
ঘুঘু ডাকে ভরদুপুরে
পাশেই হিজল গাছে,
পেয়ারা গাছে কাঠবিড়ালি
লেজ-দুলিয়ে নাচে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট