1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনায় আগ্রহী এনগ্রো হোল্ডিংস

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

পাকিস্তানের এনগ্রো হোল্ডিংসের সিইও আব্দুল সামাদ দাউদ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনায় বাংলাদেশের টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন সামাদ দাউদ।

তিনি বলেন, “বাংলাদেশের টেলিযোগাযোগ খাত নিয়ে আমরা আশাবাদী। ভোলার গ্যাস সরবরাহের মাধ্যমে শিল্পখাতে অংশগ্রহণের সুযোগও দেখছি।”

অধ্যাপক ইউনূস আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা টেকসই ও ভবিষ্যতমুখী অংশীদারত্বে বিশ্বাস করি, যা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে।”

বিনিয়োগ সম্মেলন নিয়ে সামাদ দাউদ বলেন, “বিডা সামিট আন্তরিক, লক্ষ্যনির্ভর এবং মানবিক ছিল।”

সাক্ষাতে ইউনূস তাকে আবার বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান এবং বিভিন্ন খাতে সহযোগিতার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!