1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভালো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুন্দর ও সফল হবে—এটাই তাদের প্রত্যাশা। নির্বাচনে লেভেল প্লেয়ারিং ফিল্ড নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভা শেষে দেয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন আরও সুন্দর হবে।

একই সঙ্গে তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে পদায়ন ও বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না—যদি কারও কাছে এমন কোনো তথ্য থাকে, সেই অনিয়মের খবর প্রকাশ করার জন্য গণমাধ্যমকে আহ্বান জানান।

টেকসই তদন্ত ও অপরাধ শনাক্তকরণের বিষয়ে তিনি সিমকার্ড সংক্রান্ত পদক্ষেপের কথাও তুলে ধরেন। তিনি বলেন, একজনের নাম বা এনআইডি ব্যবহারে অন্যজন অপরাধ করলে প্রকৃত দোষী ধরা পড়ে না—এ সমস্যাটি কাটিয়ে উঠতে নির্বাচনের আগে ব্যক্তিগত পর্যায়ে রেজিস্ট্রেশন করা সিমকার্ডের সংখ্যা সীমিত করা হবে। পরিকল্পনা অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ সাতটি সিমকার্ড নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!