1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

বাংলাদেশের পাসপোর্টে আবার ফিরলো ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

বাংলাদেশের পাসপোর্টে আবারও যুক্ত করা হয়েছে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ বা ‘ইসরায়েল ব্যতীত’ শর্তটি। রোববার (১৩ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ জানান, পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শর্ত পুনরায় সংযোজন করা হয়েছে এবং তা আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে।

এর আগে, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ২০২০ সালে দেশে ই-পাসপোর্ট চালু করার সময় পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শর্তটি বাদ দেয়। তবে সে সময় এই পরিবর্তন নিয়ে সরকারিভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

আগে প্রচলিত পাসপোর্টে লেখা থাকত: “এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত।” দীর্ঘদিন পর সেই শর্তটি আবার ফিরিয়ে আনা হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট