
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশে পদযাত্রা শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়। শাহবাগে প্রতীকী কলম বিসর্জন কর্মসূচি শেষে শিক্ষকরা পুনরায় শহীদ মিনারে ফিরে আসবেন এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
এর আগে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। সেখান থেকেই তারা পদযাত্রার ঘোষণা দেন। আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
শিক্ষকদের তিন দফা দাবি হলো—
১️⃣ সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান,
২️⃣ ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত জটিলতার সমাধান,
৩️⃣ শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply