
বরগুনার সার্কিট হাউস মাঠে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার পর এ ঘটনা ঘটে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়—এক যুবক কাঠি জ্বালিয়ে স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয়। এরপর আরেকজন পেট্রোল বোমা নিক্ষেপ করলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। ভিডিওতে আরও শোনা যায়, কেউ একজন নির্দেশ দিচ্ছে “দে”, পরে আরেকজন বোমা ছুড়ে দিয়ে বলছে “চল চল”।
এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সভাপতি রেজাউল কবির রেজা। তিনি পোস্টে লিখেছেন, “বরগুনা সার্কিট হাউজের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জুলাই স্মারক নামের নোংরা জিনিস বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না। থাকতে দেব না।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply