1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

গুগলের অসংখ্য ফিচার: ফোনের নিরাপত্তায় প্লে প্রটেক্ট

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫

সার্চ ইঞ্জিন গুগল শুধুমাত্র তথ্য খোঁজার জন্যই নয়, বরং এতে রয়েছে আরও অসংখ্য ফিচার, যা নানা কাজে প্রথম ভরসা হতে পারে। বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তা নিশ্চিত করতে গুগলের প্লে প্রটেক্ট ফিচার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গুগল প্লে স্টোরের মাধ্যমে ফোন স্ক্যান করুন

আপনার ফোনে ক্ষতিকর অ্যাপ বা ভাইরাস থাকলে তা সরাতে সাহায্য করবে গুগল। গুগল প্লে স্টোরের মাধ্যমে সহজেই জেনে নিতে পারবেন ফোনে কোনো ক্ষতিকর অ্যাপ রয়েছে কি না।

অ্যান্ড্রয়েড ফোনে সাধারণত গুগল প্লে স্টোর থেকেই সব অ্যাপ ডাউনলোড করা হয়। তবে অনেক সময় কিছু অ্যাপ গোপনে ইন্সটল হয়ে যেতে পারে, যা ফোনের জন্য ক্ষতিকর হতে পারে। তাই নতুন কোনো অ্যাপ ইন্সটল করার আগে সেটি যাচাই করা জরুরি।

প্লে প্রটেক্ট: ক্ষতিকর অ্যাপ শনাক্ত করার উপায়

গুগল প্লে স্টোর থেকে শুধু অ্যাপ ডাউনলোড করাই নয়, বরং ফোনে কোনো গোপন বা ক্ষতিকর অ্যাপ রয়েছে কি না, তাও জানা সম্ভব। এই কাজের জন্য গুগল চালু করেছে প্লে প্রটেক্ট নামক একটি ফিচার, যা লাখ লাখ ব্যবহারকারীকে ক্ষতিকর অ্যাপ থেকে রক্ষা করে।

এই প্লে প্রোজেক্ট ফিচারের মাধ্যমে পুরো স্মার্টফোন স্ক্যান করা যায়। যদি কোনো ক্ষতিকর অ্যাপ থাকে, তবে তা শনাক্ত করে সতর্কবার্তা দেয়।

কিভাবে প্লে প্রটেক্ট ব্যবহার করবেন?

১. প্রথমে গুগল প্লে স্টোর ওপেন করুন।
2. উপরের প্রোফাইল আইকনে ক্লিক করুন।
3. মেনুতে প্লে প্রটেক্ট অপশন খুঁজে নিন এবং তাতে ক্লিক করুন।
4. স্ক্যানিং শুরু হয়ে যাবে, এবং ফোনে কোনো ক্ষতিকর অ্যাপ বা ভাইরাস আছে কি না, তা দেখা যাবে।

ফলাফল:
✅ যদি কোনো ক্ষতিকর অ্যাপ না থাকে, তবে সবুজ রঙে “No harmful apps found” লেখা দেখাবে।
❌ যদি ভাইরাস বা ক্ষতিকর অ্যাপ থাকে, তবে স্ক্রিনে সতর্কবার্তা ভেসে উঠবে।

গুগলের এই ফিচার ব্যবহার করে সহজেই আপনার ফোনকে সুরক্ষিত রাখতে পারেন। নিয়মিত স্ক্যান করে নিলে ক্ষতিকর অ্যাপ থেকে ফোনকে নিরাপদ রাখা সম্ভব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!