1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

চমেক হাসপাতালে নিউমোনিয়া রোগীর চাপ বেড়েছে, বেডে জায়গা নেই

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু ওয়ার্ডে নিউমোনিয়া রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত দুই সপ্তাহে ভর্তি রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। হাসপাতালের শিশু বিভাগে সরকার অনুমোদিত ১৩০ বেড থাকলেও বর্তমানে ভর্তি রয়েছেন প্রায় ৪০০ রোগী

চিকিৎসকদের মতে, মৌসুম পরিবর্তনের কারণে দিন-রাতের তাপমাত্রার পার্থক্যে শিশুদের মধ্যে নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের সংক্রমণ বাড়ছে। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে এখন “ঠাঁই নাই” অবস্থা।

বেড সংকটে একটি বেডে তিন-চারজন শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এমনকি একটি অক্সিজেন লাইন থেকে একাধিক শিশুকে অক্সিজেন দিতে হচ্ছে। এতে সঠিকভাবে পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়ছে বলে জানান চিকিৎসকরা।

চমেক হাসপাতালের শিশু বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ১০০ জন নতুন রোগী ভর্তি হচ্ছেন, এর মধ্যে প্রায় ৬০ জনই নিউমোনিয়ায় আক্রান্ত শিশু

বিশেষজ্ঞরা জানান, ৫ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া। প্রতিরোধে গর্ভকালীন মায়ের পুষ্টি নিশ্চিত করা, জন্মের পর ৬ মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো, ধূমপানমুক্ত পরিবেশে শিশু লালন-পালন ও সব সরকারি টিকা নিশ্চিত করা জরুরি।

চমেক হাসপাতালের শিশু বিভাগ প্রধান ডা. মোহাম্মদ মুসা বলেন, “রোগীর চাপ বেড়েছে, কিন্তু কাউকে ফিরিয়ে দেওয়া যায় না। সীমিত সম্পদেও আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।”

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!