1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিলেন ড. মুহাম্মদ ইউনূস

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যোষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ এপ্রিল) তিনি ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

জানা গেছে, আজ (শনিবার) পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। এর আগে শুক্রবার (২৫ এপ্রিল) কাতারের দোহা থেকে রোমে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ইন্তেকাল করেন বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস। তিনি ২০১৩ সালে রোমান ক্যাথলিক চার্চের ২৬৬তম পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি নির্বাচিত হন। গত ১০০০ বছরে তিনিই প্রথম ব্যক্তি যিনি ইউরোপীয় না হয়েও ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!