গৃহকর্মী পিংকি আক্তারের করা মামলার পর এবার তার বিরুদ্ধেই পাল্টা মামলা করলেন চিত্রনায়িকা পরীমণি।
বুধবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে পরীমণি এই মামলাটি করেন। আদালত মামলাটি গ্রহণ করে আগামী ৮ জুলাইয়ের মধ্যে ভাটারা থানার ওসিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ৩ এপ্রিল ভাটারা থানায় মারধরের অভিযোগ এনে পরীমণির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন পিংকি আক্তার। এরপর মঙ্গলবার (২২ এপ্রিল) তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে পরীমণির বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলাটি তদন্ত করে ৮ মে’র মধ্যে প্রতিবেদন দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
পিংকির পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিদুস জামান নিশান এ তথ্য নিশ্চিত করেছেন।