বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন, জুলাই আগস্টে স্বেরাচার সরকার কর্তৃক নিহতদের মাগফেরাত কামনা ও আহতদের সুস্হ্যতা কামনায় পূর্বধলা উপজেলা বি এন পি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার ১ আগস্ট বিএন পির দলীয় কার্যালয় পূর্বধলা রেলওয়ে স্টেশন সংলগ্ন অফিসে মতবিনিময়,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি ও নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,১৬১ নেত্রকোণা-৫ সংসদীয় আসনের আগামী নির্বাচনে ধানের শীর্ষের মনোনয়ন প্রার্থী পূর্বধলা উপজেলার গণ-মানুষের ডায়নামিক নেতা এ এস এম শহীদুল্লাহ ইমরান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৭ বছর বি এন পি স্বেরাচার সরকারের বিরোদ্ধে আন্দোলন সংগ্রাম করে ছাত্র জনতা নিয়ে গত বছর আগস্টে স্বেরাচারকে বিদায় করেছে। ফলে বি এন পির অনেক নেতা কর্মীসহ সাধারণ জনতা জুলাই আগস্টে নিহত ও আহত হয়েছে।
শ্রদ্ধার সাথে স্মরণ করি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও জাতীয়তা বাদী বি এন পি দলের প্রতিষ্ঠাতা,রাখাল প্রেসিডেন্ট বীর উত্তম জিয়াউর রহমানকে। জুলাই আগস্টে যারা নিহত হয়েছে তাদের মাগফেরাত কামনা করি ও যারা আহত তাদের সুস্হ্যতা কামনা করি।
তিনি বলেন,তারেক রহমানের ৩১ দফা সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তারেক রহমানের নেতৃত্বে বি এন পি পূর্বেও ঐক্যবদ্ধ ছিলে ভবিষ্যতেও আছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপি’র সদস্য আহম্মদ আলী সরকার,এম এ মান্নান,আলহাজ্ব হাজী আবদুল গণি।
আরো উপস্থিত ছিলেন আজিমদ্দিন তালুকদার,আরশাদ,শেখ আবদুর রাশিদ ,সাজ্জাদ হোসেন তালুকদার সাচ্ছা, মোঃ গোলজার হোসেন, ডাঃ লতিফুর রহমান,ডাঃ আজিজ , নাজমুল হুদা ফিরোজ, সাইদুল ইসলাম বাবুল,ফিরোজ তালুকদার, আবদুল জলিল, আব্দুল মালেক , আব্দুল জলিল, খোরশেদ আলম , আব্দুর রেজ্জাক,মান্নান ,রুকোন মিয়া, মোফাজ্জল হোসেন লিটন , মাজাহারুল ,আব্দুর রাশিদ, আসাদুজ্জান ডানো, আনোয়ার হোসেন, সায়েদুল,জুয়েল ফকির , সোহাাগ , সুমন, জাহাঙ্গীর আলম মানিক, মাজাহারুল আলম মাজু, সরকার, আতাউর,লিটন ,শাজাহান মিয়া , নয়ন মিয়া , নয়ন মিয়া , মোবারক হোসেন ,মতিউর রহমান ,শহিদুল ইসলাম, সোহাগ সরকার জুয়েল ফকির ,দেলোয়ার হোসেন , উজ্জ্বল মিয়া, রতন সরকার,জসিম উদ্দিন ,বাদশা ,ছোট্টু, রাসেল মিয়া,রিপন মাহমুদ,বাবুল, আনিসুজ্জামান আনিস সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।